সন্তান পড়াশোনায় অমনোযোগী, মনোযোগী করাবেন যেভাবে
সন্তান পড়াশোনায় অমনোযোগী হলে কার না মন খারাপ হয়? কিন্তু মন খারাপে তো আর সমস্যা দূর হবে না। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে বাচ্চারা মোবাইল, ল্যাপটপ গেইমস ইত্যাদি নিয়েই বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে। গেইমের একেকটা লেভেল পার হওয়ার তুলনায় তাদের কাছে বই পড়া, মুখস্ত করা ইত্যাদি একেবারেই পানশে লাগে।অন্যদিকে, মন পড়ে থাকলে পড়ায় মনোযোগ ধরে রাখা …



