খবর পড়ছেন সংবাদ পাঠক, পিছনে বন্দুক হাতে তালেবান যোদ্ধা!

খবর পড়ছেন সংবাদ পাঠক, পিছনে বন্দুক হাতে তালেবান যোদ্ধা!

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর পুরো দেশের নিয়ন্ত্রণ চলে যায় সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হাতে।আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর পুরো দেশের নিয়ন্ত্রণ চলে যায় সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হাতে। এদিকে কাবুল দখলের পরই বহু দেশটিতে কাজ করা বহু সাংবাদিক আফগানিস্তান ছেড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এমন এক সময়ে এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি ঘটেছে আফগানিস্তারের কান্দাহারের একটি টিভি স্টেশনে। ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেতেই গোটা বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া এবং হাস্যরসের জন্ম দিয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, একজন সংবাদ পাঠক খবর পরছেন। আর পিছনে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে দুই তালেবান। আর তার সঙ্গে বসেও আছেন কয়েকজন তালেবান সদস্য। তাদেরকে সাথে রেখেই স্বাভাবিকভাবে খবর পড়ছেন সংবাদ পাঠক। তবে সংবাদ চলাকালীন বন্দুকধারীদের তাকানোর ভঙ্গি এবং তাদের নির্লিপ্ত মুখভঙ্গি সবার নজর কাড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতেই সেটি ভাইরাল হয়ে যায়।৪২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পিছনে বন্দুকধারী রেখে ওই খবরে সামিউল্লাহ নামের ওই সংবাদ পাঠক সাধারণ মানুষের উদ্দেশে অভয়ের বার্তা দিয়ে জানান, ‘ভয় পাওয়ার কিছু নেই, আফগানিস্তানের পরিস্থিতি একদম স্বাভাবিক। কোথাও কোন সমস্যা নেই।’এদিকে সোমবার( ৩০ আগস্ট) কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নিতে ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে সোমবার (৩০ আগস্ট) সর্বশেষ মার্কিন সেনাটিকে সরিয়ে নেওয়া হয়েছে।যদিও তালেবান শাসন থেকে বাঁচতে এখনো হাজার হাজার আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া। ইতিমধ্যে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় ১৩ আমেরিকান সেনাকে প্রাণ দিতে হয়েছে।সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে পেন্টাগন বলেছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর গত দুদশকের মধ্যে এই প্রথম কোনো মার্কিন সেনার উপস্থিতি নেই আফগানিস্তানে।গেল দুদশকের যুদ্ধে দুই হাজার ৫০০ মার্কিন সেনা আফগানিস্তানে নিহত হয়েছেন। যার মধ্যে গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে আইএসকেপির আত্মঘাতী হামলায় নিহত ১৩ মার্কিন সেনাও রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *